১৩ নভেম্বরের ঢাকা লকডাউন সফল করতে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের ঐক্যের আহ্বান

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

নিউজ ডেস্ক ::: আসন্ন ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও মীরসরাইয়ের কৃতি সন্তান নিয়াজ মোর্শেদ এলিট।

এক বিবৃতিতে তিনি বলেন,

বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমাদের অবস্থান দৃঢ় ও স্পষ্ট। ষড়যন্ত্র, দমন-পীড়ন বা আতঙ্ক সৃষ্টির মাধ্যমে কোনোদিন আওয়ামী লীগকে থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না।”
এলিটের মতে, ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কোনো সংঘাত বা সহিংসতার কর্মসূচি নয়—এটি জনগণের ন্যায্য দাবি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি বলেন,

এই কর্মসূচি আমাদের জাতীয় চেতনার প্রতীক। নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে, গণতান্ত্রিক উপায়ে রাজপথে অবস্থান করবেন। আমাদের লক্ষ্য সংঘাত নয়—ন্যায় ও নীতির বিজয়।”

নিয়াজ মোর্শেদ এলিট আরও বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথানত করে না। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার সাহসী নেতৃত্বই আমাদের অনুপ্রেরণা। দেশের গণতন্ত্র, উন্নয়ন, স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের পাশে আছি, থাকব।”

তিনি যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল ইউনিট, তৃণমূল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি স্বেচ্ছাশৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করার আহ্বান জানান।